বাসস ক্রীড়া-৮ : ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল

322

বাসস ক্রীড়া-৮
ফুটবল- নারী
ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল
ঢাকা, ৫ অক্টোবর, ২০১৮ (বাসস) : সাফ অনুর্ধ-১৮ নারী ফুটবলের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে আজ রাতে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের নারীরা ৪-০ গোলে স্বাগতিক ভুটানরত হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়।
ভুটানের বিপক্ষে ম্যাচের শুরুতে অর্থাৎ দ্বিতীয় মিনিটেই সানজিদা আখতারের গোলে (১-০) এগিয়ে যায় বাংলাদেশ। এরপর প্রথমার্ধের ইনজুরি টাইমে মিসরাত জাহান মৌসুমির গোলে(২-০) ব্যবধান দ্বিগুণ করে বিরতিতে যায় বাংলাদেশের নারীরা।
এরপর ৬০ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোল করেন কৃষ্ণা রানী। লাল সবুজের হয়ে ম্যাচের ৮৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন শামসুন্নাহার।
একই মাঠে প্রথম সেমিতে টাইবেকারে নেপাল ৩-১ ব্যবধানে ভারতকে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
আগামী ৭ অক্টোবর ফাইনালে বাংলাদেশ মোকাবেলা করবে নেপালের। এর আগে একই দিন একই মাঠে প্রথম সেমিফাইনালে পেনালের কাছে হেরে যাওয়া ভারত স্থান নির্ধারনী ম্যাচে মোকাবেলা করবে ভুটানের।
বাসস/২১৫০/স্বব