বাসস দেশ-১৬ : সাংবিধানিকভাবে যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

318

বাসস দেশ-১৬
অর্থ প্রতিমন্ত্রী-ফুটবল টুর্নামেন্ট
সাংবিধানিকভাবে যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী
সুনামগঞ্জ, ৫ অক্টোবর, ২০১৮ (বাসস) : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আবদুল মান্নান বলেছেন, সাংবিধানিকভাবে যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের উন্নয়ন-অগ্রযাত্রা ব্যাহত করতে নানা ষড়যন্ত্র হচ্ছে। তবে কোন ষড়যন্ত্র করে ফায়দা হবে না।
আজ শুক্রবার বিকালে শাল্লা উপজেলা সদরের শাহিদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরিফুল আলমের সভাপতিত্বে ও বাদল চন্দ্র দাসের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. জয়া সেনগুপ্তা এমপি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার।
খেলায় শাল্লা উপজেলার বাহারা ইউনিয়ন পরিষদকে ৪-৩ গোলে পরাজিত করে কিশোরগঞ্জের ধনপুর ইউপিনয়ন চ্যাম্পিয়ন হয়। সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার ১৬টি ইউনিয়নের অংশগ্রহণে এই খেলা হচ্ছে।
বাসস/সংবাদদাতা/এমএআর/২০৩০/জেহক