পাকিস্তানের কাছে সিরিজ হারলো নারী ক্রিকেট দল

244

ঢাকা, ৫ অক্টোবর, ২০১৮ (বাসস) : ব্যাটিং ব্যর্থতায় সফরকারী পাকিস্তান নারী ক্রিকেট দলের কাছে তৃতীয় টি-২০ হারলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আজ বাংলাদেশ নারী দল ৭ উইকেটে পরাজিত হয়েছে পাকিস্তানের কাছে। এই জয়ে চার ম্যাচের সিরিজ নিশ্চিত করলো সফরকারীরা। বৃষ্টির কারণে প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ায় প্রথম ম্যাচে জয় পাওয়ার দ্বিতীয় ম্যাচেও জয়ী হয়ে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পাশাপাশি সিরিজ জয় করে নিল পাকিস্তান।
টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৮১ রান করতে সক্ষম হয় বাংলাদেশের নারীরা। কেবলমাত্র তিন ব্যাটসম্যান নিগার সুলতানা (১৯), রুমানা আহমেদ (১২) এবং শামিমা সুলতানা (১০) দ্ইু অঙ্কেও কোটা স্পর্শ করতে সক্ষম হন।
পাকিস্তানের নাশরা সান্ধু এবং নিদা দার ২টি করে উইকেট নেন। উভয়েই ৪ ওভার করে বোলিং করে ১৬ করে রান দেন।
জয়ের জন্য ৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে ১১ বল ও সাত উইকেট হাতে রেখে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন ওপেনার নাহিদা খান। এছাড়া অধিনায়ক জাভেরিয়া করেন ৩১ রান।
বাংলাদেশের রুমানা আহমেদ ও ফাহিমা খাতুন যথাক্রমে ১০ এবং ১৫ রান দিয়ে একটি করে উইকেট নেন। ম্যাচ সেরা নির্বাচিত হন পাকিস্তানের নাহিদা খান।
এর আগে সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারীদের কাছে ৫৮ রানে হেরেছিল স্বাগতিকরা।