বাসস বিদেশ-৫ : শান্তিতে নোবেল পেলেন নাদিয়া মুরাদ ও ডেনিস মুকওয়েজি

179

বাসস বিদেশ-৫
শান্তিতে-নোবেল
শান্তিতে নোবেল পেলেন নাদিয়া মুরাদ ও ডেনিস মুকওয়েজি
ওসলো, ৫ অক্টোবর, ২০১৮ (বাসস ডেস্ক) : ২০১৮ সালে শান্তিতে নোবেল পেয়েছেন ইরাকের ইয়াজিদী মানবাধিকারকর্মী নাদিয়া মুরাদ ও কঙ্গোর চিকিৎসক ডেনিস মুকওয়েজি। আজ শুক্রবার নরওয়ের নোবেল কমিটি তাঁদের নাম ঘোষণা করে। বিশ্বের সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতার বিরুদ্ধে কাজের স্বীকৃতি হিসেবে তাদের এই পুরস্কার দেয়া হয়।
নোবেল কমিটির প্রধান বেরিট রেইস এন্ডারসেন বলেন, যুদ্ধের অস্ত্র হিসাবে যৌন সহিংসতার ব্যবহার প্রতিরোধে অবদান রাখায় নাদিয়া মুরাদ ও ডেনিস মুকওয়েজিকে এই পুরস্কার দেওয়া হয়েছে।
ডেনিস মুকওয়েজি ও নাদিয়া তাঁর জীবনের একটা বড় সময় ব্যয় করেছেন কঙ্গো প্রজাতন্ত্রে যৌন সহিংসতার শিকার মানুষের সাহায্যার্থে।
বাসস/কেকে/অনুবাদ/১৭৩৩/জেহক