লক্ষ্মীপুরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ‘স্মার্ট ট্যাব’ বিতরণ

693

লক্ষ্মীপুর, ৪ অক্টোবর, ২০১৮ (বাসস) : ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষে লক্ষ্মীপুরে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ‘স্মার্ট ট্যাব’ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে কালেক্টরেট ভবনের সামনের ড্রীল সেডে আয়োজিত এক আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী ৯ শিক্ষার্থীর হাতে পুরষ্কার স্বরূপ ‘স্মার্ট ট্যাব’ তুলে দেওয়া হয়। আইসিটি শিক্ষায় উদ্দীপনা বাড়ানোর লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজের সৌজন্যে এসব ট্যাব বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপি। জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে ও লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠানের উপস্থাপনায় এতে বিশেষ অতিথি ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজ, অতিরিক্ত সচিব সৈয়দা সারওয়ার জাহান, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন।
বিজয়ী শিক্ষার্থীরা হলেন, হাজিরহাট উপকূল সরকারি কলেজের আব্দুর রহিম আশিক, লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মো. হাসিবুর রহমান নিলয়, প্রদ্য¤œ পাল তুর্য, আলেকজান্ডার মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সায়মা জাহান, চর মেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের সাফায়েত হোসেন রাতুল, রায়পুর এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ইফফাত জাহান শিফা, আলেকজান্ডার কামিল মাদ্রাসার মো. ইমরান হোসেন, ফরিদ আহম্মদ ভূঁইয়া একাডেমীর কাশফিয়া বিনতে মিরন ও প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মেহেদী হাসান সিফাত।