বাসস দেশ-২৩ : একাদশ সংসদ নির্বাচনের আগে ২ হাজার জনবল নিয়োগ দেবে ইসি

181

বাসস দেশ-২৩
ইসি-জনবল
একাদশ সংসদ নির্বাচনের আগে ২ হাজার জনবল নিয়োগ দেবে ইসি
ঢাকা, ৪ অক্টোবর, ২০১৮ (বাসস) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রায় ২ হাজার জনবল নিয়োগ দেবে নির্বাচন কমিশন (ইসি)।
রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে আজ নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সাংবাদিকদের জানান, কমিশনে নতুন ২ হাজার জনবলের মধ্যে ৫১৭ জনকে উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা পদে নিয়োগ দেয়া হবে।
তিনি বলেন, নতুন নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ দেয়া হলে কমিশনের সক্ষমতা আরও বেড়ে যাবে। তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
“নিয়োগ, পদন্নোতি, প্রশাসনিক সংস্কার ও পুনর্বিন্যাস এবং দক্ষতা উন্নয়ন কমিটি” এর এক সভা নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের সভাপতিত্বে বুধবার অনুষ্ঠিত হয়।
ওই সভায় ৭৫ জন কর্মকর্তাকে পদোন্নতির প্রস্তাব করা হয়েছে। কমিশন অনুমোদন করলেই তাদের পদোন্নতি হবে বলে তিনি জানান।
কমিশনের বর্তমান জনবল ৩ হাজার বলে ইসি সূত্র জানায়।
বাসস/এএসজি/এমএসএইচ/১৮২০/অমি