জয়পুরহাটে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক অবহিতকরণ সভা

443

জয়পুরহাট, ৪ অক্টোবর, ২০১৮ (বাসস) : বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ড বাস্তবায়নের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে সামাজিক অবক্ষয়রোধ, মূল্যবোধের বিকাশ ঘটানো ও পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং যৌন হয়রানি রোধ করে নারীদের জন্য নিরাপদ ও সম্মানজনক সমাজ গড়ার লক্ষ্যে বৃহষ্পতিবার সদর উপজেলার ভাদসা ইউনিয়নের হল রুমে এক অবহিতকরণ সভার আয়োজন করা হয়।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচির আওতায় স্থানিয় বে-সরকারি উন্নয়ন সংস্থা ’জাকস ফাউন্ডেশন’ ওই অবহিতকরণ সভার আয়োজন করে। ভাদসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সভায় বক্তব্য রাখেন জাকস ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক মো. আবুল বাশার, উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম বাদশা, বাসস’র জেলা প্রতিনিধি শাহাদুল ইসলাম সাজু, দূর্গাদহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদৎ হোসেন, অধ্যাপক লুৎফর রহমান (অব.), ওয়ার্ড সদস্য আমিনুর রহমান রাসেল, আনোয়ার হোসেন, নেপাল চন্দ্র প্রমুখ।