বিজিবি’র অভিযানে ৭১ কোটি ৫০ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য আটক

383

ঢাকা, ৩ অক্টোবর, ২০১৮ (বাসস) : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত মাসে সীমান্ত এলাকাসহ দেশের অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৭১ কোটি ৫০ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য ও মাদক দ্রব্য আটক করেছে।
বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
এতে বলা হয়, আটককৃত মাদকদ্রব্যের মধ্যে ১৪ লাখ ৫৪ হাজার ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ হাজার ১০৮ বোতল বিদেশী মদ, ৯১৬ লিটার বাংলা মদ, ১ হাজার ৬৮৮ ক্যান বিয়ার, ২৪ হাজার ১৭৯ বোতল ফেনসিডিল, ১ হাজার ১৯৬ কেজি গাঁজা, ৪ কেজি ৬৯৭ গ্রাম হেরোইন, ২ লাখ ৮৪ হাজার ৮৭৪টি এ্যানেগ্রা বা সেনেগ্রা ট্যাবলেট এবং ৬ লাখ ৪৮ হাজার ৯০টি অন্যান্য ট্যাবলেট রয়েছে।
চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ১ কেজি ৭৪৬ গ্রাম স্বর্ণ, ৩ হাজার ২৬টি শাড়ি, ১ হাজার ২৮৩টি থ্রীপিস বা শার্টপিস, ২২৫ মিটার থান কাপড়, ৪৮৮টি তৈরি পোশাক, ৬টি ট্রাক, ৪টি পিকআপ, ১০টি সিএনজি চালিত অটোরিক্সা, ৫৫টি মোটর সাইকেল, ১৪ হাজার ১০৭ ঘনফুট কাঠ এবং ১০ হাজার ১০৮ কেজি চা পাতা।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৩টি পিস্তল, ১টি বন্দুক, ১টি সুটারগান, ১টি রিভলবার, ৯ রাউন্ড গুলি এবং ৬টি ম্যাগাজিন।
বিজিবির অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৩৬ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ১২১ জন বাংলাদেশী নাগরিককে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি হতে সেপ্টেম্বর মাস পর্যন্ত বিজিবি ৬৯৯ কোটি ১৬ লক্ষ ৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য ও মাদক দ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে।