বাসস দেশ-৯ : প্রধান নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে

139

বাসস দেশ-৯
নদ-নদী-পরিস্থিতি
প্রধান নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে
ঢাকা, ৩ অক্টোবর, ২০১৮ (বাসস) : দেশের সকল প্রধান নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
আজ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
এতে বলা হয়, ব্রক্ষ্মপুত্র-যমুনা এবং মেঘনা অববাহিকার নদÑনদীসমূহের পানি হ্রাস পাচ্ছে যা আগামী ৭২ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
গঙ্গা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে পদ্মা নদীর পানি হ্রাস পাচ্ছে যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
বাসস/সবি/এসএস/১৬৪০/আরজি