বাসস দেশ-৮ : দুর্নীতির মামলায় বেসিক ব্যাংক’র সাবেক কর্মকর্তা শিপারের জামিন আবেদন খারিজ

146

বাসস দেশ-৮
হাইকোর্ট-রায়-শিপার
দুর্নীতির মামলায় বেসিক ব্যাংক’র সাবেক কর্মকর্তা শিপারের জামিন আবেদন খারিজ
ঢাকা, ৩ অক্টোবর, ২০১৮ (বাসস) : দুর্নীতির মামলায় বেসিক ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক ও গুলশান শাখার ব্যবস্থাপক শিপার আহমেদের জামিন আবেদনে জারি করা রুল খারিজ করে রায় দিয়েছে হাইকোর্ট।
ইতোপূর্বে তার জামিন আবেদনের ওপর জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ আজ এ রায় দেয়।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আবদুল মতিন খসরু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল রোনা নাহরীন ও এ কে এম আমিন উদ্দিন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন কামরুন্নেসা রতœা।
এ কে এম আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, ৬৮ কোটি ৮১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গুলশান থানায় শিপার আহমেদসহ সাতজনের বিরুদ্ধে ২০১৫ সালের ২১ সেপ্টেম্বর মামলাটি করেন দুদকের উপ-সহকারী পরিচালক জয়নাল আবেদীন। এ মামলায় শিপার আহমেদ জামিন আবেদন করলে হাইকোর্ট চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি রুল জারি করেন। আজ বুধবার ওই রুল খারিজ করে রায় দেয় আদালত। ফলে তার জামিন আবেদন খারিজ হয়ে যায়।
এ কে এম আমিন উদ্দিন জানান, বেসিকের এ সাবেক কর্মকর্তার বিরুদ্ধে ২২টি মামলা রয়েছে। তিনি বর্তমানে কারাবন্দি রয়েছেন।
বাসস/এএসজি/ডিএ/১৬৩৫/আরজি