বাসস ক্রীড়া-৫ : পাকিস্তান, অস্ট্রেলিয়া উভয় দলের সামনেই র‌্যাংকিংয়ে উন্নতির সুযোগ

164

বাসস ক্রীড়া-৫
পাকিস্তান- অস্ট্রেলিয়া
পাকিস্তান, অস্ট্রেলিয়া উভয় দলের সামনেই র‌্যাংকিংয়ে উন্নতির সুযোগ
ঢাকা, ৩ অক্টোবর, ২০১৮ (বাসস) : আগামী রোববার সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যে দুই টেস্টের সিরিজ। এ সিরিজ দিয়ে স্বাগতিক পাকিস্তান ও সফরকারী অস্ট্রেলিয়া উভয় দলের সামনেই থাকছে আইসিসি র‌্যআংকিংয়ে উন্নতির সুযোগ।
সফরকারী অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করতে পারলে শ্রীলংকাকে টপকে র‌্যাংকিংয়ের ষষ্ট স্থানে উঠে যাবে পাকিস্তান। পক্ষান্তরে পাকিস্তানের বিপক্ষে ১-০ ব্যবধানে সিরিজ জিতলে দক্ষিণ আফ্রিকাকে হটিয়ে শীর্ষে থাকা ভারতের পরে দ্বিতীয় স্থানে উঠবে অস্ট্রেলিয়া।
দুই টেস্টেই জয় পেলে পাকিস্তানের পয়েন্ট হবে ৯৭ এবং ভগ্নাংশের ব্যবধানে শ্রীলংকার চেয়ে এগিয়ে থাকবে সরফরাজ আহমেদের দলটি। কিন্তু যে কোন ব্যবধানে সিরিজ জিতলে দক্ষিণ আফ্রিকার চেয়ে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে দ্বিতীয় স্থানে উঠবে বর্তমানে ১০৬ পয়েন্টে থাকা অস্ট্রেলিয়া।
পাকিস্তানকে ১-০ ব্যবধানে হারাতে পারলে অসিদের পয়েন্ট হবে ১০৭। প্রতিপক্ষতে হোয়াইটওয়াশ করতে পারলে অস্ট্রেলিয়ার পয়েন্ট হবে ১০৯।
এদিকে র‌্যাংকিংয়ের শীর্ষ স্থান অক্ষুন্ন রাখতে নিজ মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামীকাল শুরু হওয়া সিরিজে কোন পয়েন্ট হারাতে চাইবেনা স্বাগতিক ভারত। বর্তমানে ১১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। এমনকি ওয়েস্ট ইন্ডিজের ২-০ ব্যবধানে সিরিজ জিতলেও ভারত পাবে মাত্র এক পয়েন্ট।
পক্ষান্তওে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হলে ভারতের পয়েন্ট কমে হবে ১০৮ এবং পাকিস্তানকে ২-০ ব্য্যবধানে সিরিজ হারাতে পারলে শীর্ষে উঠবে অস্ট্রেলিয়া।
কিন্তু ভারতকে ২-০ ব্যবধানে সিরিজ হারাতে পারলেও ওয়েস্ট ইন্ডিজের র‌্যাংকিংয়ের কোন হেরফের হবেনা। তারা কেবলমাত্র পাকিস্তান ও শ্রীলংকার সঙ্গে ব্যবধান কমাতে পারবে। থাকতে হবে অস্টম স্থানেই।
সিরিজ প্রেক্ষাপট:
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ:
ভারত ২-০ ব্যবধানে জয়: ভারতের পয়েন্ট হবে ১১৬, ওয়েস্ট ইন্ডিজের ৭৬
ভারত ১-০ ব্যবধানে জয়: ভারতের পয়েন্ট হবে ১১৪, ওয়েস্ট ইন্ডিজের ৭৮
সিরিজ ড্র: ভারতের পয়েন্ট হবে ১১২, ওয়েস্ট ইন্ডিজের ৮১
ওয়েস্ট ইন্ডিজ ১-০ ব্যবধানে জয়: ভারতের পয়েন্ট হবে ১০৯, ওয়েস্ট ইন্ডিজের ৮৪
ওয়েস্ট ইন্ডিজ ২-০ ব্যবধানে জয়: ভারতের পয়েন্ট হবে ১০৮, ওয়েস্ট ইন্ডিজের ৮৫
পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া:
পাকিস্তান ২-০ ব্যবধানে জয়: পাকিস্তানের পয়েন্ট হবে ৯৭, অস্ট্রেলিয়ার ১০০
পাকিস্তান ১-০ ব্যবধানে জয়: পাকিস্তানের পয়েন্ট হবে ৯৫, অস্ট্রেলিয়ার ১০২
সিরিজ ড্র: পাকিস্তানের পয়েন্ট হবে ৯০, অস্ট্রেলয়ার ১০৫
অস্ট্রেলিয়া ১-০ ব্যবধানে জয়: পাকিস্তানের পয়েন্ট হবে ৮৬, অস্ট্রেলিয়ার ১০৭
অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে জয়: পাকিস্তানের পয়েন্ট হবে ৮৪, অস্ট্রেলিয়ার ১০৯।
বাসস/১৬১০/স্বব