প্রথমবারের মত টেস্ট র‌্যাংকিংয়ে অষ্টম স্থানে বাংলাদেশ

725

দুবাই, ১ মে. ২০১৮ (বাসস) : প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র‌্যাংকিংয়ে অষ্টম স্থানে উঠলো বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সেরা স্থানে জায়গা করে নিলো টাইগাররা। আজ নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করে ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
২০১৪-১৫ মৌসুমে দলগুলোর পারফরম্যান্স এই বার্ষিক র‌্যাঙ্কিং-এর জন্য বিবেচনা করা হয়নি। তবে ২০১৫-১৬ ও ২০১৬-১৭ মৌসুমের পারফরম্যান্স ৫০ শতাংশ বিবেচনা করা হয়েছে।
২০১৫ সাল থেকে এখন পর্যন্ত ১৮টি টেস্ট খেলে বাংলাদেশ। এরমধ্যে তিনটিতে জয়, ১০টিতে হার ও ৫টিতে ড্র করে বাংলাদেশ। তাই ৭৫ রেটিং নিয়ে নবম থেকে অষ্টম স্থানে উঠে আসে বাংলাদেশ।
২০১৫ সাল থেকে এখন পর্যন্ত ২৮ টেস্ট খেলে ৫টি জয় ও ১৮টি হারের স্বাদ নেয় ওয়েস্ট ইন্ডিজ। তাই ৬৭ রেটিং নিয়ে প্রথমবারের মত নবম স্থানে নেমে গেল ক্যারিবীয়রা।
১২৫ রেটিং নিয়ে সবার উপরে আছে ভারত। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।