সিসিলিতে নভেম্বরে লিবিয়া সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে : ইতালি

198

রোম, ৩ অক্টোবর, ২০১৮ (বাসস ডেস্ক) : সিসিলিতে নভেম্বর মাসে লিবিয়া সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মঙ্গলবার ইতালির পররাষ্ট্রমন্ত্রী একথা জানিয়েছেন।
উত্তর আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনাই হবে মূলত এই সম্মেলনের প্রধান আলোচ্য বিষয়। দেশটিতে এখনো নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়নি।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী এনজো মোয়াভেরো মিলানেসি সিনেটকে বলেন, পালেরমোতে ‘স্থিতিশীল প্রক্রিয়ার অগ্রগতি নিরুপনের’ লক্ষে ১২ ও ১৩ নভেম্বর এই শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মিলানেসি বলেন, ‘সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও বৈঠকে একটি অভিন্ন ও সকলের কাছে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছার চেষ্টা চালানো হবে।’
মে মাসে প্যারিসে একটি সম্মেলনে লিবিয়ায় প্রধান চারটি দলের নেতা দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ফ্রান্সের নেতৃত্বাধীন পরিকল্পনার অংশ হিসেবে ১০ ডিসেম্বর একটি যুগান্তকারী নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সম্মত হয়েছেন। চলমান সহিংসা ও বিভিন্ন পক্ষগুলোর মধ্যে ব্যাপক মতপার্থক্য সত্ত্বেও নানামুখী সংকটে জর্জরিত লিবিয়ায় নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
যদিও ফ্রান্স এই নির্বাচনের দিনক্ষণের ব্যাপারে জাতিসংঘ, ইউরোপের অন্যান্য দেশ বিশেষ করে ইতালির বিরোধীতার সম্মুখীন হয়েছে।
মিলানেসি বলেন, লিবিয়ার সামরিক শক্তিধর খলিফা হাফতার এই সম্মেলনের ব্যাপারে আগ্রহ’ দেখিয়েছেন। যুক্তরাষ্ট্রও এতে সমর্থন দিয়েছে।
এ ব্যাপারে সোমবার মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাথে তার আলোচনার পরিকল্পনা রয়েছে।