বাজিস-১২ : ভোলায় বাল্য বিয়ে বন্ধে বিতর্ক প্রতিযোগিতা

329

বাজিস-১২
ভোলা-বাল্য-বিবাহ
ভোলায় বাল্য বিয়ে বন্ধে বিতর্ক প্রতিযোগিতা
ভোলা, ২ অক্টোবর, ২০১৮ (বাসস) : বাল্য বিয়ে প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলায় স্কুল ভিত্তিক বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে টবগী মাধ্যমিক বিদ্যালয়ে এ বির্তক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ইউনিসেফ এর সহযোগিতায় কোস্ট ট্রাস্ট এর সমন্বিত শিশু বিবাহরোধ কর্মসূচি (আইইসিএম) প্রকল্প এর আয়োজনে “একমাত্র শিক্ষাই পারে বাল্য বিয়ে রোধ করতে ”এই বিষয় শীর্ষক বিষয়কে সামনে রেখে নবম শ্রেণীর দুটি দল বিতর্কে অংশ নেয়।
প্রতিযোগীরা বিভিন্ন যুক্তি তর্কের মাধ্যমে বাল্য বিয়ে রোধে শিক্ষার পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার আহবান জানায়। এতে বন্ধের পক্ষ দল বিজয়ী হয়। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন ইউনিসেফ বাংলাদেশ এর চিফ অফ ফিল্ড সার্ভিসেস সায়রোজ মাওজি। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ইউনিসেফ এর বরিশাল বিভাগের চিফ ফিল্ড অফিসার ইমানুয়েল গাই মাবর। বক্তব্য রাখেন, ইউনিসেফ এর ওয়াশ (ওয়াটার এন্ড স্যানিটেশন) কর্মকর্তা মো. ফোরকান আহমেদ, প্লানিং এ্যান্ড মনিটরিং অফিসার আলমুমিন মো: গোলাম সারওয়ার, এডুকেশন অফিসার রুবাইয়া মনজুর,টবগী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইসমাইল হোসেন, স্কুল সভাপতি শাহ নেওয়াজ চন্দন,আইইসিএম প্রকল্পের প্রকল্প সমন্ময়কারী মিজানুর রহমান, কোস্টট্রাস্ট আইইসিএম প্রকল্পের সহকারী প্রকল্প সমন্বয়কারী দেবাশীষ মজুমদার ,সহকারী শিক্ষক অসমী আচার্য শান্ত, এডভোকেসি এন্ড মিডিয়া অফিসার আদিল হোসেন তপু।
এসময় বক্তারা বলেন, বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি সমাজ ও পরিবারের জন্য কখোনো মঙ্গল বয়ে আনে না। তাই এ ধরনের প্রতিযোগিতা কিশোর-কিশোরীদের আরও সাহসী হতে সাহায্য করবে। পাশাপাশি বাল্য বিয়ে রুখতে ভূমিকা রাখতে পারবে বলে মত দেন তারা।
বাসস/এইচ এ এম/২০৫৫/মরপা