বাসস বিদেশ-১৩ : ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১,২৩৪

138

বাসস বিদেশ-১৩
ইন্দোনেশিয়া-মোট মৃত্যু
ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১,২৩৪
জাকার্তা, ২ অক্টোবর, ২০১৮ (বাসস) : ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্প ও সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৩৪ হয়েছে। দেশটির সরকার মঙ্গলবার এ কথা জানায়।
এর আগে সরকারি হিসেবে ৮৪৪ জনের প্রাণহানির কথা বলা হয়েছিল।
জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতপো পুরোয়ো নুগরহো বলেন, স্থানীয় সময় দুপুর ১টা পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১,২৩৪ জনে দাঁড়িয়েছে।
বাসস/জুনা/১৬১০/আরজি