বাসস বিদেশ-১২ : আফগানিস্তানে বন্দুকযুদ্ধে ১০ জঙ্গি নিহত

172

বাসস বিদেশ-১২
আফগানিস্তান-জঙ্গি
আফগানিস্তানে বন্দুকযুদ্ধে ১০ জঙ্গি নিহত
তিরিন কোট (আফগানিস্তান), ২ অক্টোবর, ২০১৮ (বাসস ডেস্ক) : আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় উরুজগান প্রদেশের খাস উরুজগান জেলায় সোমবার নিরাপত্তা বাহিনীর সদস্য ও তালেবান জঙ্গিদের মধ্যে বন্দুকযুদ্ধে ১০ জঙ্গি নিহত হয়েছে। এ অঞ্চলের সেনা মুখপাত্র আহমেদ সাদিক ইসা মঙ্গলবার একথা জানান। খবর সিনহুয়ার।
ওই কর্মকর্তা আরো জানান, সেখানে এ সংঘর্ষে আরো সাত জঙ্গি আহত হয়।
এতে নিরাপত্তা বাহিনীর কোন সদস্য হতাহত হয়েছে কিনা সে ব্যাপারে কোনকিছু উল্লেখ না করে ওই কর্মকর্তা জোরদিয়ে জানান, বিমানবাহিনীর সহযোগিতায় সরকারি বাহিনী খাস উরুজগান জেলা ও এর আশপাশের বিভিন্ন এলাকায় জঙ্গিদের অবস্থানে সামরিক অভিযান অব্যাহত রাখবে।
তবে এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।
বাসস/এমএজেড/১৫৫৫/জুনা