বাজিস-৭ : বরগুনায় ১৫২টি মন্ডপে দূর্গাপূজা

216

বাজিস-৭
বরগুনা-দূর্গাপূজা
বরগুনায় ১৫২টি মন্ডপে দূর্গাপূজা
বরগুনা, ২ অক্টোবর, ২০১৮ (বাসস) : জেলায় এ বছর ১৫২টি পূজা মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
বরগুনা জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুখরঞ্জন শীল জানিয়েছেন, বরগুনা জেলা সদরে ২৬টি, আমতলীতে ১৩টি, তালতলীতে ১০টি, বামনায় ১৭টি, বেতাগীতে ৩৭টি ও পাথরঘাটায় ৪৯টি পূজামন্ডপে দুর্গোৎসব পালনের আয়োজন করা হয়েছে।
শারদীয় দুর্গোৎসব আনন্দঘন ও নিরাপদ পরিবেশে উদযাপনের জন্য বরগুনা জেলা প্রশাসন ও জেলা পুলিশ বিভাগ ইতোমধ্যে পূজা উদযাপন কমিটি, হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, স্থানীয় মানুষদের নিয়ে একাধিক সভা করেছে।
জেলা প্রশাসক মো. মোখলেচুর রহমান জানিয়েছেন, পুজা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে সহায়তা এলেই মন্ডপগুলোতে চাল বরাদ্দ দেয়া হবে।
বরগুনার জেলা পরিষদ চেয়ারম্যান মো. দেলোয়ার হেসেন জানিয়েছেন, বরগুনা জেলায় প্রতিবছর পূজা মন্ডপের সংখ্যা বাড়ছে। এ জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি দৃঢ় থাকায় দূর্গা পূজা প্রকৃতই সর্বজনীন উৎসবে পরিণত হয়।
বাসস/সংবাদদাতা/কেইউ/১৪০০/নূসী