বাসস বিদেশ-৮ : জাপানে নতুন প্রতিরক্ষা মন্ত্রী নিয়োগ

221

বাসস বিদেশ-৮
জাপান-প্রতিরক্ষা মন্ত্রী
জাপানে নতুন প্রতিরক্ষা মন্ত্রী নিয়োগ
টোকিও, ২ অক্টোবর, ২০১৮ (বাসস ডেস্ক) : জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে আজ মঙ্গলবার মন্ত্রীপরিষদ রদবদল করে নতুন প্রতিরক্ষা মন্ত্রী নিয়োগ করেছেন। তবে অন্যান্য গুরুত্বপূর্ণ পদ অপরিবর্তিত রয়েছে। খবর এএফপি’র।
প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিহিদে সুগা রদবদলের পর নতুন মন্ত্রীসভার নাম ঘোষণা করে বলেছেন, অর্থমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রীরা স্বপদে বহাল থাকছেন। নতুন প্রতিরক্ষা মন্ত্রী হয়েছেন তাকেশি আইওয়া। তিনি ইতসুনোরি ওনোদেরার স্থলাভিষিক্ত হলেন।
ইতসুনোরি ওনোদেরা ২০১৭ সালের আগস্ট মাস থেকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োজিত ছিলেন।
বাসস/এএএ/১৩২০/আরজি