ভারতে জ্বালানির মূল্য চারবছরের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি

248

নয়াদিল্লী, ২ অক্টোবর, ২০১৮ (বাসস-ডেস্ক) : ভারতে জ¦ালানি মূল্য চার বছরের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি পাওয়ায় প্রথমবারের মতো সোমবার মুম্বাইয়ে পেট্রোলের মূল্য ৯১ রুপি, রান্নার এলপিজি গ্যাসের মূল্য ৫০০ রুপি ছাড়িয়ে গেছে।
রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি তেল সংস্থার মূল্য বিবরণীতে বলা হয়, পেট্রোলের মূল্য লিটার প্রতি ২৪ পয়সা এবং ডিজেল লিটার প্রতি ৩০ পয়সা বেড়েছে।
দিল্লীতে এযাবতকালের সর্বোচ্চ লিটার প্রতি পেট্রোলের মূল্য বেড়ে ৮৩.৭৩ রুপি এবং ডিজেলের দাম লিটার প্রতি দাঁড়িয়েছে ৭৫.০৯ রুপি।
মুম্বাইয়ে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের (আইওসি) খুচরা বিক্রয় কেন্দ্রে ডিজেল লিটার প্রতি ৯১.০৮ রুপি এবং ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসিএল) পাম্পে ৯১.১৫ রুপি এবং হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লি:এর (এইচপিসিএল) স্টেশনে লিটার প্রতি ৯১.১৫রুপিতে বিক্রি হচ্ছে।
মুম্বাইয়ে আইওসি ডিজেলের লিটার প্রতি খুচরা মূল্য ৭৯.৭২রুপি এবং বিপিসিএল খুচরা বিক্রি করছে ৭৯.৭৯ রুপিতে।
বিশ্বের তৃতীয় বৃহত্তম অশোধিত তেল আমদানিকারক দেশ ভারত।আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় আভ্যন্তরীণ পরিবহনে জ¦ালানি ব্যয় বৃদ্ধি পেয়েছে।