জাপানে মন্ত্রিপরিষদ রদবদলে বাদ পড়ছেন প্রতিরক্ষামন্ত্রী

396

টোকিও, ২ অক্টোবর, ২০১৮ (বাসস ডেস্ক): জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে তার মন্ত্রিপরিষদের রদবদলে প্রতিরক্ষামন্ত্রীর পদে পরিবর্তন আনছেন। পক্ষান্তরে সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ পদ প্রায় অপরিবর্তিত থাকছে। মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। খবর এএফপি’র।
চূড়ান্ত নতুন মন্ত্রিপরিষদ মঙ্গলবার ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। তবে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয় অ্যাবে ২০১৭ সাল থেকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালনকারী ইতসুনোরি অনোদেরাকে সরিয়ে দিচ্ছেন।
প্রবীণ রাজনীতিবিদ তাকেশি আইওয়া (৬১) অনোদেরার স্থলাভিষিক্ত হবেন বলে ধারণা করা হচ্ছে। তিনি একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ হিসেবে পরিচিত।
গত মাসে অ্যাবের লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা হিসেবে তিনি পুনঃনির্বাচিত হওয়ার পর দেশটির মন্ত্রিপরিষদে এ পরিবর্তন আনা হচ্ছে। আর ওই নির্বাচনের মধ্যদিয়ে তিনি জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হলেন।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, অ্যাবে মন্ত্রিপরিষদের অন্যান্য গুরুত্বপূর্ণ পদে কোন পরিবর্তন আনছেন না।