বাসস ক্রীড়া-১৩ : তুষারের সেঞ্চুরি সত্ত্বেও ২১০ রানে অলআউট খুলনা

350

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-জাতীয় লিগ
তুষারের সেঞ্চুরি সত্ত্বেও ২১০ রানে অলআউট খুলনা
রাজশাহী, ১ অক্টোবর, ২০১৮ (বাসস) : আজ থেকে শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগের ২০তম আসর। প্রথম দিনই মাঠে নেমেছে আটটি বিভাগ। এই আট বিভাগকে নিয়ে মোট ছয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। প্রথম স্তরে রয়েছে খুলনা, রাজশাহী, রংপুর ও বরিশাল। দ্বিতীয় স্তরে রয়েছে- ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ঢাকা মেট্রো।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় খুলনা। তুষার ছাড়া রাজশাহীর বোলারদের সামনে লড়াই করতে পারেনি খুলনার কোন ব্যাটসম্যানরা। ফলে ২১০ রানে গুটিয়ে যায় খুলনা।
প্রথম শ্রেনির ক্রিকেটে ২৯তম সেঞ্চুরি তুলে ১০৪ রানে থামেন ৩৪ বছর বয়সী তুষার। তার ১৪৪ বলের ইনিংসে ১৪টি চার ও ২টি ছক্কা ছিলো। এছাড়া আনামুল হক ও নাহিদুল ইসলাম ২৬ রান করে করেন। রাজশাহীর ডান-হাতি পেসার শফিউল ইসলাম ৪৩ রানে ৫ উইকেট নেন।
খুলনাকে অলআউট করে প্রথম দিনের শেষ ভাগে ২৯ ওভার ব্যাট করার সুযোগ পায় রাজশাহী। দিন শেষে ১ উইকেটে ১২২ রান করেছে তারা। তাই ৯ উইকেট হাতে নিয়ে ৮৮ রানে পিছিয়ে রাজশাহী।
বাসস/এএমটি/২০১৫/স্বব