এশিয়া কাপ-অনুর্ধ্ব-১৯ : আফগানিস্তানের টানা দ্বিতীয় জয়

401

সাভার, ১ অক্টোবর ২০১৮ (বাসস) : এশিয়া কাপ অনুর্ধ্ব-১৯ ক্রিকেটে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেল আফগানিস্তান। আজ ‘এ’ গ্রুপের ম্যাচে আফগানিস্তান ৩ উইকেটে হারিয়েছে নেপালকে।
সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় নেপাল। আফগানিস্তানের বোলারাদের বোলিং তোপে ৩৮ দশমিক ৩ ওভারে ১৩১ রানেই গুটিয়ে যায় নেপাল। দলের পক্ষে রোহিত কুমার সর্বোচ্চ ৪৬ রান করেন। এছাড়া নয় নম্বর ব্যাটসম্যান রশিদ খান ৩০ ও অধিনায়ক আসিফ শেখ ২০ রান করেন। আফগানিস্তানের ডান-হাতি পেসার আজমতুল্লাহ ওমারজাই ১৪ রানে ৪ উইকেট নেন।
জয়ের জন্য ১৩২ রানের টার্গেটে খেলতে নেমে নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারাতে থাকে আফগানিস্তানও। ফলে লড়াই থেকে ছিটকে পড়ে তারা। তবে মিডল-অর্ডারে ওমারজাই ও আরিফ খানের ছোট দু’টি ইনিংসে জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে আফগানরা।
অধিনায়ক রহমানুল্লাহ গুরবাজ ২৬, ওমারজাই-আরিফ ২৩ রান করে করেন। নেপালের সুরইয়া তামাং ৩৬ রানে ৪ উইকেট নিয়েও দলকে হারের হাত থেকে রক্ষা করতে পারেননি।