বাসস দেশ-২৪ : সাবেক প্রধান বিচারপতি সিনহার ভাইয়ের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক

186

বাসস দেশ-২৪
দুদক-অনুসন্ধান
সাবেক প্রধান বিচারপতি সিনহার ভাইয়ের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক
ঢাকা, ১ অক্টোবর, ২০১৮ (বাসস) : সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকে জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচায্য এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তার বিরুদ্ধে অর্থ পাচার ও যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার অভিযোগ এসেছে দুদকে । এ অভিযোগের অনুসন্ধানে দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধানকে প্রধান করে দুই সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আপর সদস্য হলেন- দুদকের উপ-সহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে দুই লাখ ৮০ হাজার মার্কিন ডলারে (বাংলাদেশী টাকায় দুই কোটি ৩০ লাখ) একটি তিন তলা বাড়ি ক্রয়, বিদেশে অর্থ পাচার ও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আসে দুদকে।
এরপরই বিষয়টি অনুন্ধানের জন্য এই কমিটি গঠন করা হয়।
বাসস/নিজস্ব/এফএইচ/১৯২৫/আরজি