বিএনপির প্রতি জনগণের আস্থা নেই : জ্যাকব

276

ভোলা, ১ অক্টোবর, ২০১৮ (বাসস) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, বিএনপির প্রতি জনগণের আস্থা নেই।
তিনি বলেন, “বিএনপি বলেছিল ২৪ ঘন্টা সময় পেলে ঢাকায় সমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটবে, কিন্তু তারা ১ লাখ লোকও হাজির করাতে পারেনি। এতে বুঝা যায় বিএনপির প্রতি জনগণের আস্থা নেই।”
উপমন্ত্রী আজ জেলার চরফ্যাশনের মিয়াজানপুর ফাজিল মাদ্রাসা ও চর নাজিমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
জ্যাকব বলেন, দেশের মানুষ শেখ হাসিনার বিস্ময়কর উন্নয়নের পক্ষে, মানুষ উন্নয়নের গতিকে বন্ধ করতে চায় না। জনগণ আগামী নির্বাচনে সরকারের চলমান উন্নয়ন বিবেচনা করে উন্নয়নের গতিকে আরো গতিশীল করতে চায়।
এসময় চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনির আহমেদ শুভ্র বক্তৃতা করেন।