উৎপাদনশীলতা দিবস উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : প্রধানমন্ত্রী

196

ঢাকা, ১ অক্টোবর, ২০১৮ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতীয় উৎপাদনশীলতা দিবস বাংলাদেশের উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আগামীকাল (২ অক্টোবর) জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আজ সোমবার দেয়া একবাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে সকল খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি অপরিহার্য। এজন্য জনগণের মধ্যে এ বিষয়ে সচেতনতাবোধ সৃষ্টি করা প্রয়োজন।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে প্রবৃদ্ধি এবং সামাজিক সূচকসমূহের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব রাজনৈতিক, অর্থনৈতিক এবং ব্যবসায়িক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করেছে। দেশের অর্থনৈতিক উন্নতি ও টেকসই উন্নয়নের জন্য সকল ক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি করা জরুরি।
বাণীতে তিনি ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) প্রতিপাদ্য ‘সুখী ও সমৃদ্ধ দেশ বিনির্মাণে উৎপাদনশীলতা’কে সামনে রেখে দেশব্যাপী জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন করছে জেনে আনন্দ প্রকাশ এবং ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০১৮’ এর সার্বিক সাফল্য কামনা করেন।