বাসস ক্রীড়া-১০ : কাল শক্তিশালী তাজিকিস্তানের মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন নেপাল

153

বাসস ক্রীড়া-১০
ফুটবল-বঙ্গবন্ধু-আন্তর্জাতিক-প্রিভিউ
কাল শক্তিশালী তাজিকিস্তানের মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন নেপাল
সিলেট, ১ অক্টোবর, ২০১৮ (বাসস) : বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে আগামীকাল দ্বিতীয় দিনে বর্তমান চ্যাম্পিয়ন নেপালের মুখোমুখি হবে শক্তিশালী তাজিকিস্তান। কিছু জটিলতার সৃষ্টি হলেও সেটি কেটে যাওয়ায় আসরের সর্বশেষ দল হিসেবে সিলেটে পা রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা। সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
এবারই প্রথম সবকটি জাতীয় দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট। পূণ্যভুমি সিলেটে এবার হচ্ছে গ্রুপ পর্ব। অংশগ্রহণকারী ৬ দেশের মধ্যে ফিফা র‌্যাঙ্কিংয়ে এগিয়ে ফিলিস্তিন। মধ্য প্রাচ্যের এ দেশটির অবস্থান এখন ১০০ নম্বরে। তারপরই ১১৪ র‌্যাঙ্কিং ফিলিপাইনের। তাজিকিস্তানের ফিফা র‌্যাঙ্কিং ১২০, গতবারের চ্যাম্পিয়ন নেপালের ১৬০, লাওসের ১৭৯ এবং সবার নিচে বাংলাদেশ ১৯৩ নম্বরে।
তাজিকিস্তান গতকাল রবিবার বিকেলে সিলেট পৌঁছালেও অনুশীলন করেছে আজ। বিকেলে বিকেএসপি মাঠে দেড় ঘন্টা ঘাম ঝড়িয়েছে তারা। নেপালের বিরুদ্ধে প্রথম ম্যাচেই জয় তুলে নেয়ার প্রত্যাশা দলটির।
পাঁচ বিদেশী দলের মধ্যে একমাত্র নেপালেই একবার অংশ নিয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপে। গেলো আসরের চ্যাম্পিয়নও তারা। বাকী চার দল লাওস, তাজিকিস্তান, ফিলিপাইন ও ফিলিস্তিন প্রথম বারেরমতো অংশ নিচ্ছে জাতীর পিতার নামে আয়োজিত এই টুর্নামেন্টে।
অতীত পরিসংখ্যান অবশ্য তাজিকদের পক্ষেই আছে। দুইবারের মুখোমুখিতে দুই ম্যাচেই জয় তাদের। নেপালকে কোন ম্যাচেই সুযোগ দেয়নি তাজিকিস্তান। সাম্প্রতিক পারফরম্যান্সও তাদের ভালো। সর্বশেষ ১০টি আন্তর্জাতিক ম্যাচের চারটি জিতেছে, চারটি হেরেছে এবং ড্র দুটি। দেশটির বর্তমান জাতীয় দলের সাতজন রাশিয়া, তুর্কমিনিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, ইন্দোনেশিয়া, মালদ্বীপ লীগে খেলেন। চারজনের আছে জাতীয় দলের জার্সিতে পঞ্চাশের বেশী ম্যাচ খেলার অভিজ্ঞতা।
অন্যদিকে নেপাল বঙ্গবন্ধু গোল্ডকাপের সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর গত ২২ মাস কোন আন্তর্জাতিক ম্যাচেই জয় পায়নি। সর্বশেষ সাফ ফুটবলে অধরা সেই জয়ের দেখা পায় হিমালয়ের দেশটি। তবে সাফের সেমি ফাইনাল থেকেই বিদায় নিতে হয় তাদের। সাফে ব্যর্থ হওয়া দলটি এ আসরে কতো দূর এগুতে পারবে- সেটাই এখন দেখার বিষয়।
বাসস/এএসজি/এমএইচসি/১৮১৫/স্বব