চুয়েটে ১১ ও ১২ মে আন্তঃবিশ্ববিদ্যালয় রোবটিক প্রতিযোগিতা শুরু হচ্ছে

449

ঢাকা, ৩০ এপ্রিল, ২০১৮, (বাসস) : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আগামী ১১ ও ১২ মে, দুইদিনব্যাপী ‘এক্সপেডিশাস-১৮’ শীর্ষক আন্তঃবিশ্ববিদ্যালয় রোবটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
চুয়েটের রোবটিক চর্চা ও গবেষণামূলক সংগঠন রোবো মেকাট্রনিক্স এসোসিয়েশন (আর.এম.এ) এবং চুয়েট ফ্যাব্রিকেশন ল্যাবরেটরির (ফ্যাব ল্যাব) যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) ভবনে পঞ্চমবারের মত এ প্রতিযোগিতার আয়োজন করছে।
এবারের প্রতিযোগিতার ইভেন্টগুলো হচ্ছে ক্যাড-ও-ম্যানিয়া, রোবো প্রাস, ক্ল্যাশ অব বট্স, মেক-এ্যা-থোন প্রভৃতি।
এ উপলক্ষে প্রতিযোগিরা http://www.rmabd.org/expeditious-18/ এই ঠিকানায় গিয়ে প্রতিযোগিতার নিয়মাবলী ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন। রেজিস্ট্রেশনের শেষ সময় আগামীকাল ১ মে পর্যন্ত।