বাজিস-৩ : জয়পুরহাটে প্রবীণদের মাঝে উপকরণ বিতরণ

211

বাজিস-৩
জয়পুরহাট-উপকরণ বিতরণ
জয়পুরহাটে প্রবীণদের মাঝে উপকরণ বিতরণ
জয়পুরহাট, ১ অক্টোবর, ২০১৮ (বাসস) : জেলায় প্রবীণদের মাঝে উপকরণ বিতরণ সহ নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে স্থানিয় বে-সরকারি উন্নয়ন সংস্থা ’জাকস ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার উদযাপন করা হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস।
এ উপলক্ষে জয়পুরহাটে বেসরকারি উন্নয়ন সংস্থা ’জাকস ফাউন্ডেশন’ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। প্রবীণদের একটি র‌্যালী বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে ভাদসা ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকস ফাউন্ডেশনের উপ নির্বাহী পরিচালক মো: আবুল বাশার। ভাদসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সিনিয়র সিটিজেন হিসেবে প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশকে উন্নয়নের দিকে আরো এগিয়ে নেওয়া সম্ভব উল্লেখ করে বক্তারা বলেন, সরকারের পাশাপাশি বে-সরকারি উন্নয়ন সংস্থা ’জাকস ফাউন্ডেশন’ প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় উপকরণ বিতরণসহ নানা কর্মসূচী পালন করেছে। তার মধ্যে বয়স্ক ভাতা কর্মসূচী সমাজে প্রবীণদের মর্যাদাকে অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। এ ছাড়াও ৫ জন শ্রেষ্ঠ প্রবীণকে সম্মাননা ক্রেস্ট ও ২ হাজার ৫ শ টাকা করে প্রদান করা হয়। প্রবীণের শ্রেষ্ঠ সন্তান হিসাবে ৫ জনকে সম্মাননা জানানো হয়। ৫ জনকে লাঠি, ৫ জনকে ছাতা, ৫ জনকে কমোড চেয়ার ও একজনকে হুইল চেয়ার প্রদান করা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন জাকস ফাউন্ডেশনের উপ পরিচালক মো: রফিকুল ইসলাম বাদশা, প্রবীণ কর্মসূচীর ফোকাল পার্সন সিদ্দিকুল বাশার সোহেল, সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু প্রমুখ।
বাসস/সংবাদদাতা/১২৪২/নূসী