বাজিস-২ : ২১ কোটি টাকা ব্যয়ে পিরোজপুরের ভান্ডারিয়া হাসাপাতাল নির্মিত হচ্ছে

222

বাজিস-২
পিরোজপুর-হাসপাতাল
পিরোজপুর-হাসপাতাল
২১ কোটি টাকা ব্যয়ে পিরোজপুরের ভান্ডারিয়া হাসাপাতাল নির্মিত হচ্ছে
পিরোজপুর, ১ অক্টোবর ২০১৮ (বাসস) : জেলার ভান্ডারিয়া উপজেলা সদরে ১শত শয্যার হাসপাতাল ভবন নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এ হাসপাতাল নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২১ কোটি ৬০ লক্ষ ৮১ হাজার টাকা। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পিরোজপুরের সিনিয়র সহকারি প্রকৌশলীর কার্যালয় এ ভবন নির্মাণ কাজের তদারকি করছে। ২০১৮-২০১৯ অর্থ বছরে শুরু হওয়ায় এ হাসপাতাল ভবনের নির্মাণ কাজ ২০২০-২০২১ সালের মধ্যেই শেষ হবে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পিরোজপুরের সিনিয়র সহকারি প্রকৌশলী মো. নাজমুল হক জানান, ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধিতে দেশের মানুষের স্বাস্থ্য সমস্যা ও সেবার চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এ চাহিদা পূরণ করতে বর্তমান স্বাস্থ্য বান্ধব সরকার ভান্ডারিয়াসহ দেশের সকল হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি করার পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৫০ থেকে ১শত শয্যায় উন্নীত করা হচ্ছে। কাজের মান বজায় রাখার লক্ষ্যে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীরা নিয়োজিত রয়েছে।
বাসস/সংবাদদাতা/কেইউ/১২২৩/নূসী