জাপানে টাইফুনের আঘাতে ২ জনের মৃত্যু

449

টোকিও, ১ অক্টোবর, ২০১৮ (বাসস ডেস্ক) : জাপানে সপ্তাহান্তে একটি শক্তিশালী টাইফুনের আঘাতে দু’জন মারা গেছে। সোমবার দেশটির কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
ঝড়ের কারণে টোকিওতে সকালবেলাই অফিসগামী যাত্রীদের যথেষ্ট বেগ পেতে হয়েছে।
সোমবার সকাল নাগাদ টাইফুন ট্রামির প্রভাবে ভারী বৃষ্টিপাত সড়ক ও রেলপথে যানবাহন ও ট্রেন চলাচলে বিঘœ সৃষ্টি করে।
স্থানীয় কর্মকর্তা ও পুলিশ জানায়, ঝড়ের আঘাতে দু’জনের মৃত্যু হয়েছে।
জাপানের পশ্চিমাঞ্চলে টোটোরিতে ভূমিধসে চাপা পড়ে একজন ও টোকিওর পশ্চিমাঞ্চলে ইয়ামানাশিতে সামুদ্রিক ঢেউয়ের কারণে আরেকজনের মৃত্যু হয়েছে।
ঝড়টি জাপানের পশ্চিমাঞ্চলে আঘাত হানলে রোববার তারা মারা যায় বলে ধারণা করা হচ্ছে।
সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকে জানায়, এতে আরো দু’জন নিখোঁজ রয়েছে।
কেন্দ্রটি আরো জানায়, শক্তিশালী ঝড়টিতে ১২০ জনের বেশি লোক আহত হয়েছে।
রোববার রাতে জাপানের পশ্চিমাঞ্চলে ট্রামি আঘাত হানে।