বাসস দেশ-২২ : সর্ব চায়না সাংবাদিক সমিতি বাংলাদেশের সাংবাদিকদের সাথে সহযোগিতা চাড়াতে চায়

215

বাসস দেশ-২২
বিডি-চীন-সাংবাদিক
সর্ব চায়না সাংবাদিক সমিতি বাংলাদেশের সাংবাদিকদের সাথে সহযোগিতা চাড়াতে চায়
ঢাকা, ৩০ সেস্টেম্বর, ২০১৮ (বাসস) : সর্ব চায়না সাংবাদিক সমিতি দু’দেশের পারস্পারিক স্বার্থে জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করতে বাংলাদেশের সাংবাদিকদের সাথে সহযোগিতার মাত্রা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে।
সম্প্রতি বাংলাদেশের একটি সাংবাদিক প্রতিনিধিদল বেইজিং এ চীনা সাংবাদিক সমিতির অফিস পরিদর্শনকালে সমিতির আন্তর্জাতিক লিয়াঁজো উপ-পরিচালক চেন তাও এ কথা বলেন। এসময় সমিতির এশিয়া বিভাগের কর্মকর্তা নারিশা উপস্থিত ছিলেন। ১৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব প্রদান করেন আরটিভি’র প্রধান নির্বাহী সৈয়দ আশিকুর রহমান।
চেন তাও বলেন,“দু’দেশের জনগণের লাভের জন্য দু’দেশের সাংবাদিকরা আরো ঘনিষ্ট সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়।” তেন চাও দু’দেশের সাংবাদিকদের মাঝে কারিগরি সহযোগিতা বাড়াতে এক সাথে কাজ করার কথা বলেন।
চেন তাও ২০১৬ সালে চীনা প্রেসিডেন্ট জি জিনপিং এর বাংলাদেশ সফরের সময়ে সম্পৃক্ত হওয়া ওঠা “ওয়ান বেল্ট ওয়ান রোড (ওবর)” উন্নয়নে সাংবাদিক সমাজকে ভূমিকা পালনের জন্য আহবান জানান।
বাংলাদেশের সাংবাদিক দলটি “চায়না ডেইলী” পত্রিকা অফিস পরিদর্শন করেন। সে সময় পত্রিকার সম্পাদকীয় কার্যালয়ের উপ-পরিচালক এরিক চেন সাংবাদিকদের তাদের কার্যক্রম সম্পর্কে ব্রিফ করেন।
উল্লেখ্য, ১৯৩৭ সালের ৮ নভেম্বর সর্ব চাইনীজ সাংবাদিক সমিতি প্রতিষ্ঠা লাভ করে। সংগঠনটিতে চীনের সকল সাংবাদিক জড়িত। সমিতি সাংবাদিকদের অধিকার আন্দোলনে কাজ করে থাকে।
বাসস/কেকে/অনুবাদ/১৯৪৫/কেএমকে