বিশ্ব বসতি দিবস কাল

343

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : আগামীকাল বিশ্ব বসতি দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে।
এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এ কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ৭টায় কেন্দ্রীয় শহিদ মিনার থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত শোভাযাত্রা, সকাল ৯টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠান, বিকেল ৩টায় সেগুনাবগিচাস্থ গণপূর্ত অধিদপ্তর সম্মেলন কক্ষে দিবসের প্রতিপাদ্যের ওপর সেমিনার।
মন্ত্রণালয়ের উদ্যোগে গবেষণাধর্মী স্মরণিকা প্রকাশ ও কয়েকটি পত্রিকা ক্রোড়পত্র প্রকাশ করছে। এছাড়াও বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার বিশ্ব বসতি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে।
এ বছরে দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘মিউনিসিপ্যাল সলিড ওয়েষ্ট ম্যানেজমেন্ট’ যার বাংলারূপ দেওয়া হয়েছে ‘পৌর এলাকার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা’।
জাতিসংঘের উদ্যোগে মানুষের আবাসন সমস্যা নিরসনে কিছু সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে ১৯৮৬ সাল থেকে প্রতিবছর বিশ্ব অক্টোবর মাসের প্রথম সোমবার বসতি দিবস পালন হয়ে আসছে।