সাকিবকে সরিয়ে শীর্ষে রশিদ

200

দুবাই, ৩০ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : আইসিসি ওয়ানডে র‌্যাংকিং-এ অলরাউন্ডার তালিকায় বাংলাদেশের সাকিব আল হাসানকে সরিয়ে শীর্ষে উঠলেন আফগানিস্তানের রশিদ খান। ক্যারিয়ারে প্রথমবারের মত ওয়ানডে অলরাউন্ডারদের র‌্যাংকিং-এর শীর্ষে উঠলেন রশিদ।
সদ্য শেষ হওয়া এশিয়া কাপে ৫ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন রশিদ। টুর্নামেন্টে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় ছিলেন তিনি। এছাড়া ব্যাট হাতে ৪ ইনিংসে ৮৭ রানও করেন। ব্যাটিং গড় ছিলো ৪৩ দশমিক ৫০। দলের প্রয়োজনে নিজের সেরাটাই দিয়েছেন রশিদ।
এমন পারফরমেন্স দিয়ে ছয় ধাপ এগিয়ে র‌্যাংকিং-এর শীর্ষে ওঠেন রশিদ। এশিয়া কাপের পারফরমেন্সে ৬৭ রেটিং পেয়েছেন রশিদ। তার সর্বমোট রেটিং ৩৫৩।
৩৪২ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে আছেন সাকিব। এশিয়া কাপে ব্যাট হাতে ৪ ইনিংসে ৪৯ রান ও বল হাতে ৭ উইকেট নেন তিনি।
সাকিবের পরই আছেন আফগানিস্তানের অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী। এশিয়া কাপে ব্যাট হাতে ১৩৪ রান ও বল হাতে ৫ উইকেট নিয়ে র‌্যাংকিং-এ একধাপ এগিয়েছেন তিনি। তার সর্বমোট রেটিং ৩৩৭।