বাসস বিদেশ-১ : ইন্দোনেশিয়ায় ভূমিকম্প-সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে ৪২০

199

বাসস বিদেশ-১
ইন্দোনেশিয়া-ভূমিকম্প
ইন্দোনেশিয়ায় ভূমিকম্প-সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে ৪২০
পালু (ইন্দোনেশিয়া), ৩০ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প ও বড় ধরনের সুনামিতে রোববার মৃতের সংখ্যা বেড়ে ৪২০-এ দাঁড়িয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
দুর্যোগ কবলিত সুলাওয়েস দ্বীপের বাসিন্দাদের এখন খাবার ও নিরাপদ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এছাড়া সেখানে ব্যাপক লুটপাট চলছে।
৩৫ বছর বয়সী মা রাইসা কুসুমা বলেন, ‘আমরা অত্যন্ত আতঙ্কিত।’
তিনি একটি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। তিনি পালু নগরির এই আশ্রয়শিবিরে তার জ্বরে আক্রান্ত শিশুপুত্রকে সাত্বনা দেয়ার সময় এ কথা বলেন।
তিনি বলেন, ‘প্রতি মিনিটে অ্যাম্বুলেন্সে লাশ আসছে। নিরাপদ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ছোট মার্কেটগুলোতে ব্যাপক লুটপাট চলছে।’
ইন্দোনেশিয়ার ভাইস-প্রেসিডেন্ট জুসুফ কাল্লা বলেন, মৃতের সংখ্যা বেড়ে কয়েক হাজার হতে পারে।
আগের দুর্যোগগুলোর ভিত্তিতে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।
রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, মৃতের সংখ্যা বেড়ে ৪২০-এ দাঁড়িয়েছে। এছাড়া ৫৪০ জন গুরুতর আহত হয়েছে।
হতাহতের এই সংখ্যা শুধু পালু’র। ত্রাণ সংস্থাগুলো আশঙ্কা করছে যে অন্যান্য দুর্গত এলাকার খবর পাওয়া গেলে মৃতের সংখ্যা আরো বেড়ে যেতে পারে।
উদ্ধার তৎপরতায় ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
তল্লাশি ও উদ্ধার কর্মীরা ধ্বংসস্তুপ সরিয়ে জীবিতদের সন্ধানে তল্লাশী চালাচ্ছে।
শুধু একটি হোটেলেই ১৫০ জন লোক ছিল। হোটেলটি ধসে পড়ায় তাদের সন্ধানে তল্লাশী চালানো হচ্ছে।
জাতীয় তল্লাশী ও উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মদ সিয়াউগি বলেন, ‘গতরাতে হোটেল রোয়া-রোয়া থেকে আমরা এক নারীকে জীবিত উদ্ধার করেছি। গতকাল আমরা ধ্বংসস্তুপের ভেতর থেকে সাহায্যের জন্য মানুষের চিৎকার শুনতে পেয়েছি।’
শুক্রবার ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানার সময় কয়েকশ লোক সমুদ্র সৈকতে একটি উৎসবের আয়োজন করছিল। তাদের অবস্থা সম্পর্কে আশঙ্কা দেয়া দিয়েছে।
শক্তিশালী এই ভূমিকম্পের প্রভাবে বড় ধরনের সুনামি সৃষ্টি হয়।
বাসস/কেএআর/১২৩৫/এমএসআই