কিশোরগঞ্জে সোলার স্ট্রিট লাইট স্থাপনের উদ্বোধন

371

নীলফামারী, ২৯ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস): জেলার কিশোরগঞ্জ উপজেলা শহরে ১৮টি সোলার স্ট্রিট লাইট স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার পানি উন্নয়ন বোর্ডের সামনের সড়কে সোলার লাইট স্থাপন করে কর্মসূচির উদ্বোধন করেন নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনের সংসদ সদস্য বিরোধী দলীয় হুইপ শওকত চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম আজদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাক্ষারুল ইসলাম, উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আলম হোসেন, বাহাগিলি ইউনিয়ন পরিষদের চেয়ার আতাউর রহমান প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখারুল ইসলাম জানান, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ৪০ লাখ টাকা ব্যয়ে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদের সামনে থেকে মোজাম্মেল পেট্রোল পাম্প পর্যন্ত তিন কিলোমিটার সড়কে ১৮টি সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হবে। একই বরাদ্দে বিভিন্ন দুস্থ পরিবার, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে আরো আট শতাধিক সোলার প্যানেল বিতরণ করা হবে।