ধোনির ৮০০ ও এশিয়া কাপে রেকর্ড

184

দুবাই, ২৯ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : বিশ্বের তৃতীয় খেলোয়াড় হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ৮শ ডিসমিসালের মালিক হলেন ভারতের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি। গতরাতে এশিয়া কাপের ১৪তম আসরের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে ২টি স্টাম্পিং করে আন্তর্জাতিক ক্যারিয়ারে ডিসমিসালের সংখ্যা ৮শ’তে নিয়ে যান ধোনি। ক্যারিয়ারে ৫১০ ম্যাচে ৬১৬টি ক্যাচ ও ১৮৪টি স্টাম্পিং করেন ধোনি।
ধোনির আগে ৮শতাধিক ডিসমিসালের কীর্তি গড়েছেন দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার ও অস্ট্রেলিয়ার এডাম গিলক্রিস্ট। বাউচার ৪৬৭ ম্যাচে ৯৯৮টি ডিসমিসাল করেছেন। উইকেটরক্ষকদের মধ্যে ডিসমিসালে সবার উপরে আছে বাউচার। তার ক্যারিয়ারে ৯৫২টি ক্যাচ ও ৪৬টি স্টাম্পিং রয়েছে।
দ্বিতীয়স্থানে রয়েছে গিলক্রিস্ট। ৩৯৬ ম্যাচে ৯০৫টি ডিসমিসাল করেন তিনি। ৮১৩টি ক্যাচ ও ৯২টি স্টাম্পিং করেন গিলি।
এছাড়া এশিয়া কাপে উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ স্টাম্পিং-এর রেকর্ড গড়েছেন ধোনি। সর্বোচ্চ ১১টি স্টাম্পিং করে শ্রীলংকার কুমার সাঙ্গাকারাকে টপকে গেছেন ধোনি। ৯টি স্টাম্পিং করে দ্বিতীয়স্থানে রয়েছেন সাঙ্গা।