বাসস বিদেশ-৭ : ভারতে অবৈধ মদ খেয়ে প্রাণহানির ঘটনায় ৪ জনের যাবজ্জীবন

138

বাসস বিদেশ-৭
ভারত-আদালত
ভারতে অবৈধ মদ খেয়ে প্রাণহানির ঘটনায় ৪ জনের যাবজ্জীবন
নয়াদিল্লী, ২৯ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিম বাংলার একটি আদালত অবৈধ মদ খেয়ে প্রাণহানির ঘটনায় জড়িত অভিযোগে ৪ জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে।
দক্ষিণ ২৪ পরগনা জেলার সংগ্রামপুরে ২০১১ সালের ডিসেম্বরে বিষাক্ত মদ পান করে প্রায় ১৭২ জন মারা যায় ও আরো বেশ কয়েকজন অন্ধ হয়ে যায়। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা জেলার ওই আদালত এই রায় দেয়। ওই চার ব্যক্তি দোষী সাব্যস্ত হওয়ার একদিন পর এ রায় দেয়া হল।
প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ না থাকায় এই মামলায় অভিযুক্ত অপর ছয় জনকে বেকসুর খালাশ দেয় আদালত।
শনিবার এক আইনজীবী বলেন, ‘এই চারজনের সবাই এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারবে।’
ভারতে কম দামে বিক্রি হওয়া এইসব অবৈধ মদ সাধারণত দরিদ্র দিন মজুররা পান করে। নি¤œমানের উপকরণ দিয়ে বানানো এইসব মদ দ্রুতই বিষাক্ত হয়ে পড়ে এবং প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে।
বাসস/কেএআর/১৪৪৫/জুনা