বাসস রাষ্ট্রপতি-১ : বাবা-মায়ের কবরে ফাতেহা পাঠ করলেন রাষ্ট্রপতি

186

বাসস রাষ্ট্রপতি-১
আবদুল হামিদ-দোয়া-বাবা-মা
বাবা-মায়ের কবরে ফাতেহা পাঠ করলেন রাষ্ট্রপতি
(মিঠামইন) কিশোরগঞ্জ, ২৮ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস): রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আজ বাদ জুমা তাঁর পিতামাতার কবরে যান এবং ফাতেহা পাঠ করেন। তিনি মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে তাঁর পৈতৃক বাড়ি সংলগ্ন মসজিদে জুমার নামাজ আদায় করেন।
জুমার নামাজ শেষে রাষ্ট্রপতি তাঁর বাবা মো. তায়েব উদ্দিন এবং মা তমিজা খাতুন ও অন্যান্য আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করেন।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু, বাংলাদেশে সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি আমির হোসেন, রেজওয়ান আহমেদ তৌফিক এমপি, বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ ও স্থানীয় প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন।
বাবা-মায়ের কবর জিয়ারতের মধ্যদিয়ে রাষ্ট্রপতি হামিদ আজ বিকেলে তাঁর ৫-দিনের কিশোরগঞ্জ সফর শেষ করেন।
এর আগে তিনি ৫ দিনের সফরে ২৪ সেপ্টেম্বর কিশোরগঞ্জের অষ্টগ্রামে পৌঁছেন। তিনি জেলার অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন তিনটি উপজেলায় পৃথক সমাবেশে অংশগ্রহণ করেন।
তিনি জেলার এই তিন উপজেলা সফরকালে নির্মাণাধীন মহাসড়কসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেন।
এছাড়া, রাষ্ট্রপতি হামিদ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভা করেন।
দেশের রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয় বার গত ২৪ এপ্রিল শপথ গ্রহণের পর কিশোরগঞ্জের প্রত্যন্ত এলাকায় তাঁর গ্রামের বাড়িতে আব্দুল হামিদের এটি দ্বিতীয় সফর।
বাসস/এসআইআর/১৬৪০/এএএ/-আসচৌ