বাসস ক্রীড়া-৭ : সরফরাজের রাতের ঘুম উধাও

136

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-সরফরাজ
সরফরাজের রাতের ঘুম উধাও
দুবাই, ২৮ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : এশিয়া কাপে দলের যাচ্ছেতাই পারফরমেন্সে রাতে ঘুম উধাও হয়ে গেছে প অধিকিস্তান নায়ক সরফরাজ আহমেদের। পুরো আসরে পাঁচ ম্যাচ খেলে মাত্র ২টিতে জয় পেয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী পাকিস্তান। গ্রুপ পর্বে ভারতের কাছে হারের পর থেকে টুর্নামেন্টের মাঝপথ থেকেই ঘুম উধাও হয়ে গেছে সরফরাজের।
এশিয়া কাপের সুপার ফোর পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাকিস্তান। ঐ বিদায়ের পর নিজের মনের কষ্টের কথা বলেন সরফরাজ। তিনি বলেন, ‘দেখুন, নেতৃত্বের চাপ সব সময়েই থাকে। পাকিস্তানের অধিনায়ক যেই ব্যক্তি হোক না কেন, চাপ সব সময় থাকবেই। হ্যাঁ, অধিনায়ক হিসেবে নিজে পারফরম্যান্স না করলে, দল হারলে চাপ আরও বাড়ে। সত্যি কথা বলতে, যদি বলি গত ছয় রাত আমি ঘুমাতে পারিনি, তা হলে কেউই বিশ্বাস করবে না। কিন্তু, এটাই জীবন। আর জীবন এ ভাবেই চলবে।’
এশিয়া কাপে চার ম্যাচে ব্যাট হাতে পুরোপুরিভাবেই ব্যর্থ সরফরাজ। মাত্র ৬৮ রান করেছেন তিনি। নিজের পারফরমেন্সের ব্যাপারে সরফরাজ বলেন, ‘আমার পারফরম্যান্স ভাল ছিল না। দলের হারের পেছনে আমার খারাপ পারফরমেন্সও দায়ী। অধিনায়ক হিসেবে নিজের দায়িত্ব ভালোভাবে করতে পারিনি।’
আন্তর্জাতিক অঙ্গনে টানা ম্যাচ খেলার প্রভাব পারফরমেন্সে পড়েছে কিনা, এজন্য কি বিশ্রাম দরকার কিনা- এমন প্রশ্নের জবাবে সরফরাজ বলেন, ‘এটা নির্বাচকদের ব্যাপার। তাঁরাই সিদ্ধান্ত নেবেন। আমার কাজ খেলা। আমি খেলব।’
গত বছর থেকে তিন ফরম্যাটেই পাকিস্তানের অধিনায়কত্ব করছেন সরফরাজ। তার নেতৃত্বে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও জয় করেছে পাকিস্তান। কিন্তু এশিয়া কাপে দল হিসেবে মোটেও ভালো পারফরমেন্স করতে পারেনি পাকিস্তান। তাই পাকিস্তান দলকে নিয়ে সমালোচনা সর্বত্র। তবে এতে শঙ্কিত নন সরফরাজ। তিনি বলেন, ‘আতঙ্কিত হয়ে পড়ার কিছু নেই। ক্রিকেটারদের পাশে থাকতে হবে। তাদের সাহস দিতে হবে। খুব শীঘ্রই আমরা ঘুড়ে দঁড়াবো।’
এশিয়া কাপের ব্যর্থতাকে সাথে নিয়ে আগামী ৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দু’ম্যাচের টেস্ট সিরিজ ও তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু করবে পাকিস্তান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষে সংযুক্ত আরব আমিরাতেই নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে টেস্ট, ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান।
বাসস/এএমটি/১৬২০/স্বব