বাসস ক্রীড়া-২ : ইউরো ২০২৪ আয়োজন করবে জার্মানি

167

বাসস ক্রীড়া-২
ফুটবল-ইউরো
ইউরো ২০২৪ আয়োজন করবে জার্মানি
নিওন (সুইজারল্যান্ড), ২৮ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : ইউরোপিয়ান ফুটবল শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা ইউরো ২০২৪ আয়োজন করার সুযোগ পেল জার্মানি। ভোটের ব্যবধানে তুরস্ককে টপকে ইউরো ২০২৪ আয়োজনের সুযোগ পেল জার্মানি। উয়েফার নির্বাহী কমিটির ভোটে জিতে এই প্রথমবারের মত ইউরোর আয়োজক হওয়ার দায়িত্ব পেল জার্মানি। ১৯৮৮ সালে পশ্চিম জার্মানি ইউরো আয়োজন করেছিলো। উয়েফা প্রেসিডেন্ট আলেকসান্দ্রা সেফরিন বলেন, ‘জার্মানি ও তুরস্ক উভয় দেশই আয়োজক হবার দৌড়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিলো।’
ইতোপুর্বে ২০০৮, ২০১২ ও ২০১৬ সালে ইউরো আয়োজনের চেষ্টা করেও সুযোগ পায়নি তুরস্ক। মুলত হোটেল ও পরিবহন সমস্যার কারণে ইউরো আয়োজনের জন্য ভোটের লড়াইয়ে পিছিয়ে পড়ছে তুরস্ক। এছাড়া এখনও ফুটবলের বড় কোনো টুর্নামেন্ট আয়োজন করতে পারেনি তুরস্ক।
২০২০ ইউরোর খেলা হবে ইউরোপ জুড়ে। ঐ আসরে একক কোন আয়োজক থাকছে না। তবে ২০২৪ দিয়ে আবারো একক দেশে ফিরতে যাচ্ছে ইউরো। জার্মানির আসরের অংশ নেবে ২৪টি দল। জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য ৩২ দিনে ১০টি ভেন্যুতে ম্যাচ হবে মোট ৫১টি। বার্লিনে হবে ইউরোরও ফাইনাল ম্যাচ। এছাড়াও পুরো টুর্নামেন্টে আর নয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ইউরোর অন্যান্য খেলা।
বাসস/এএমটি/১৬১১/স্বব