বাসস দেশ-৪ : বিএনপির ষড়যন্ত্র কঠোরভাবে দমন করা হবে : নৌমন্ত্রী

182

বাসস দেশ-৪
নৌমন্ত্রী-ষড়যন্ত্র
বিএনপির ষড়যন্ত্র কঠোরভাবে দমন করা হবে : নৌমন্ত্রী
মাদারীপুর, ২৮ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস): বিএনপির সমাবেশে যে ষড়যন্ত্রই হোক না কেন তা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
আজ সকালে মাদারীপুরের রাজৈর উপজেলা আওয়ামী লীগের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে নৌমন্ত্রী এ কথা বলেন।
‘যাদের সন্ত্রাস করার অভ্যাস,তারা সন্ত্রাস করবেই এ কথা উল্লেখ করে তিনি বলেন, জামায়াত ইসলাম জাতীয় ঐক্যের সাথে প্রত্যক্ষভাবে না থাকলেও পরোক্ষভাবে জড়িত রয়েছে। তাই তারা যেই পরিকল্পনা করুক না কেন তা কঠোরভাবেই দমন করা হবে।’
তিনি বলেন, বিএনপি তাদের নিজেদের সমাবেশে সন্ত্রাস ও ষড়যন্ত্র করেছে তা পূর্বের ইতিহাসে রয়েছে।এমনকি নিজেরা বোমা ফাটিয়ে শেখ হাসিনা সরকারের উপর এর দায় চাপানোরও চেষ্টা করেছিল সেটা ব্যর্থ হয়েছে।
জঙ্গিবাদকে দেশের জনগণ যেমন প্রতিহত করেছে, তেমনি বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র দেশের জনগণ একসাথে মোকাবেলা করবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, রাজৈর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, পৌর মেয়র শামীম নেওয়াজ মুন্সি প্রমুখ।
বাসস/সংবাদদাতা/এসএস/১৫৫০/এএএ