থাইল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করবে ইউজিসি

344

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতার জন্য থাইল্যান্ডের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় মাহিদুল ইউনিভার্সিটির সঙ্গে শিগগির এক সমঝোতা স্মারক স্বাক্ষর করবে বাংলাদেশ বিশ্ববিদ্যিালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
চুক্তির অধীনে থাইল্যান্ডের এ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, ইউজিসি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দের জন্য বৃত্তি, ফেলোশিপ ও প্রশিক্ষণ সুবিধা প্রদান করবে।
আজ বৃহস্পতিবার মাহিদুল ইউনিভার্সিটির গ্রাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন মিস. পাটচারি ল্যেরিরি’র নেতৃত্বে ছয় সদস্যের এক প্রতিনিধি দল ইউজিসি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এম. শাহ্ নওয়াজ আলি’র সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
মিস পাটচারি বৃত্তি ও উচ্চশিক্ষা কেন্দ্রিক বিভিন্ন কার্যক্রম নিয়ে এ সময় বিস্তারিত আলোচনা করেন।
অধ্যাপক ড. শাহ্ নওয়াজ আলি বলেন, ইউজিসি বাংলাদেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণে মাহিদুল ইউনিভার্সিটিসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে।
তিনি মাহিদুল ইউনিভার্সিটির প্রতিনিধি দলকে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য অন্তত পাঁচটি বৃত্তি প্রদানের অনুরোধ করেন।
এ সমঝোতা এবং বিনিময় চুক্তি দু’দেশের উচ্চশিক্ষা বিশেষ করে গবেষণা ও উন্নয়নমূলক কর্মকা-কে বেগবান করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
চিকিৎসা বিজ্ঞান, প্রকৌশল এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে থাইল্যান্ডের এ প্রাচীনতম বিশ্ববিদ্যালয়টি সারা বিশ্বে সুপরিচিত। এ বিশ^বিদ্যালয় থেকে বিদেশী শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর পর্যায়ে বৃত্তি প্রদান করা হচ্ছে।
সভায় ইউজিসি সচিব ড. মো. খালেদ, পরিচালক ড. মো. ফখরুল ইসলাম ও অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মাকসুদুর রহমান ভূইয়া উপস্থিত ছিলেন।