বাসস ক্রীড়া-১০ : ফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাটিং-এ সাকিববিহীন বাংলাদেশ

157

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-এশিয়া কাপ
ফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাটিং-এ সাকিববিহীন বাংলাদেশ
আবু ধাবি, ২৬ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : এশিয়া কাপের ১৪তম আসরের সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ ম্যাচের জয়ী দল এবারের আসরের ফাইনালে খেলার টিকিট পাবেন।
তিন পরিবর্তন এনে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের একাদশ সাজিয়েছে বাংলাদেশ। আঙ্গুলের ইনজুরির কারণে এ ম্যাচে খেলতে পারছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ ছাড়া একাদশে নেই নাজমুল ইসলাম অপু ও নাজমুল হোসেন শান্ত। তাদের পরিবর্তে একাদশে এসেছেন মোমিনুল হক, সৌম্য সরকার ও রুবেল হোসেন।
পাকিস্তান দলে একটি পরিবর্তন এসেছে। বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমিরের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন আরেক বাঁ-হাতি পেসার জুনায়েদ খান।
বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ মিথুন, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মোমিনুল হক ও ইমরুল কায়েস।
পাকিস্তান একাদশ : সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, শোয়েব মালিক, শাদাব খান, আসিফ আলী, মুহাম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, হাসান আলী ও জুনায়েদ খান।
বাসস/এএমটি/১৭১৫/-স্বব