বাসস দেশ-১২ : পানি শোধনের মাধ্যমে পুনঃব্যবহার করে পানির চাহিদার চাপ কমানোর পরামর্শ

204

বাসস দেশ-১২
জাবি-কর্মশালা
পানি শোধনের মাধ্যমে পুনঃব্যবহার করে পানির চাহিদার চাপ কমানোর পরামর্শ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৬ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আজ অনুষ্ঠিত এক কর্মশালায় বক্তারা ব্যবহৃত পানি শোধনের মাধ্যমে পুনঃব্যবহার করে পানির চাহিদার চাপ কমানোর পরামর্শ দিয়েছেন। তারা বলেছেন, প্রাণিকূলের বাঁচার জন্য বিশুদ্ধ পানি ধরে রাখতে হবে।
জাবি পরিবেশবিজ্ঞান বিভাগের উচ্চশিক্ষা মানোন্নয়ন গবেষণা প্রকল্পের অধীনে ‘ডেভেলপমেন্ট অব এ কমপ্রিহেনসিভ ইটিপি’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তারা এই পরামর্শ দিয়েছেন।
সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে এই প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, অব্যাহতভাবে জনসংখ্যা ও শিল্প কারখানা বৃদ্ধি পাচ্ছে। শিল্প কারখানা প্রসারের ফলে পানির বহুবিধ ব্যবহার এবং চাহিদা বেড়েছে। এ কারণে নিরাপদ ও বিশুদ্ধ পানির পরিমাণ কমতে কমতে তিন শতাংশে এসে দাঁড়িয়েছে।
প্রাণিকুলের বাঁচার জন্য বিশুদ্ধ পানি ধরে রাখতে হবে উল্লেখ করে মোহাম্মদ ইউসুফ আলী মোল্লাহ বলেন, ব্যবহৃত পানি শোধনের মাধ্যমে পুনঃব্যবহার করে পানির চাহিদার চাপ কমাতে হবে। সরকার এজন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।
জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বলেন, জনমানুষের কল্যাণমুখী গবেষণায় উৎসাহ দিতে হবে। তিনি বলেন, গবেষণায় নতুন জ্ঞান আবিস্কার মানুষের জীবনকে বদলে দিতে পারে। গবেষণালদ্ধ এই নতুন জ্ঞানের প্রচার বাড়াতে হবে।
অনুষ্ঠানে জাবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, বর্তমান প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ অর্থনৈতিক জোন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য ড. এম. এমদাদুল হক। স্বাগত বক্তব্য দেন পানি শোধন প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. মো. খবির উদ্দিন। টেকনিক্যাল সেশনে প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. এ কে এম রাশিদুল আলম। প্রশিক্ষণ কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকগণ অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে কর্মশালায় আসা অতিথিরা পরিবেশ বিজ্ঞান বিভাগ কর্তৃক স্থাপিত পানি শোধনাগার পরিদর্শন করেন।
বাসস/সবি/এমএন/১৬৫৫/-কেজিএ