বাসস দেশ-১১ : শুক্রবার ঢাকায় শুরু হচ্ছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার

157

বাসস দেশ-১১
ট্যুরিজম-ফেয়ার
শুক্রবার ঢাকায় শুরু হচ্ছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : আগামী ২৮ সেপ্টেম্বর শুক্রবার ঢাকায় শুরু হচ্ছে ৭ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার-২০১৮।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সার্বিক সহযোগীতায় পর্যটন বিচিত্রা এই ট্যুরিজম ফেয়ারের আয়োজন করছে।
রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আগামী ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল আগামী ২৮ সেপ্টেম্বর সকাল ১১টায় মেলা উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান ফারুক খান এমপি, বাংলাদেশ পর্যটন কপোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির, ঢাকাস্থ ফিলিপিন্স রাষ্ট্রদূত ভিসিনেট ভিভিনসিও টি বান্ডিলো ও ইন্দোনেশিয়ান রাষ্ট্রদূত রিনা পি সওইমারনো।
এশিয়ান ট্যুরিজম ফেয়ার-এর আহবায়ক ও পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলাল জানান, এবারের মেলায় বাংলাদেশসহ ভারত, নেপাল, চায়না, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুরের বিভিন্ন পর্যটন সংস্থার ১২০টি স্টল অংশগ্রহণ করবে।
মেলার প্রথম দিন ২৮ সেপ্টেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠেয় এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার উপস্থিত থাকবে বলে আয়োজকরা জানান।
বাসস/সবি/এমএসএইচ/১৬৩৫/-আরজি