বাসস দেশ-২ : সাতক্ষীরায় গৌতম হত্যায় ৪ আসামীর মৃত্যুদন্ড

188

বাসস দেশ-২
সাতক্ষীরা-মৃত্যুদন্ড
সাতক্ষীরায় গৌতম হত্যায় ৪ আসামীর মৃত্যুদন্ড
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : সাতক্ষীরায় চাঞ্চল্যকর গৌতম হত্যা মামলায় ৪ আসামীকে মৃত্যুদন্ড ও ৬ জনকে খালাস দেয়া হয়েছে।
সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আতিকুল ইসলাম তালুকদারের আদালত আজ সকালে এই আদেশ দেন।
মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলো- নাজমুল হোসেন (৩২), শাহাদাত হোসেন (৩০), আলী আহাম্মদ শাওন (১৯) ও সাজু আহম্মেদ (২০)। এরমধ্যে আলী আহাম্মদ শাওন ও সাজু আহম্মেদ পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৩ ডিসেম্বর সাতক্ষীরা সদর থানার আলীপুর সীমান্ত আদর্শ কলেজের ছাত্র গৌতম সরকার (২০) কে তার প্রতিবেশি শাহাদাত হোসেন রাতে ডেকে নিয়ে যায়। পরের দিন সন্ধ্যায় গৌতমের বাড়ির কাছে এক ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ১৫ ডিসেম্বর গৌতমের বাবা ইউপি মেম্বার গনেশ চন্দ্র সরকার বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
বাসস/সংবাদদাতা/এমএসএইচ/১৩২০/এমএসআই