বাজিস-১২ : শেরপুরে পরিবেশ সুরক্ষায় রাস্তায় তাল ও শিমুল গাছ রোপণ

340

বাজিস-১২
শেরপুর- রোপণ
শেরপুরে পরিবেশ সুরক্ষায় রাস্তায় তাল ও শিমুল গাছ রোপণ
শেরপুর, ২৫ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : পরিবেশ সুরক্ষা, বজ্রপাত ও সড়কের ভাঙ্গন রোধে শেরপুরে নালিতাবাড়ী উপজেলায় ৬ কিলোমিটার রাস্তার পাশে তালগাছ ও শিমুল গাছ রোপণ করা হচ্ছে।
২৫ সেপ্টেম্বর মঙ্গলবার নালিতাবাড়ী উপজেলার বাইটকামারী এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন হর্টিকালচার খামারবাড়ীর পরিচালক মিজানুর রহমান। এসময় ঢাকা-নালিতাবাড়ী মহাসড়কের কাপাসিয়া থেকে পৌরসভার সীমানা পর্যন্ত রাস্তার পাশে এক হাজার ৫০০ তালগাছ এবং ৭০০ বার্মিজ শিমুল গাছ রোপণ করা হয়। কাপাসিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থী এ বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করে।
এসময় শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আশরাফ উদ্দিন, হর্টিকালচার কেন্দ্রের প্রকল্প পরিচালক মেহেদি হাসান, উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন।
বাসস/ সংবাদদাতা/২০৪৫/মরপা