বাসস দেশ-২৬ : মোংলা বন্দরের আউটারবারে ড্রেজিং কাজ শুরু করতে নৌ-মন্ত্রীর নির্দেশ

332

বাসস দেশ-২৬
শাজাহান খান-মোংলা বন্দর
মোংলা বন্দরের আউটারবারে ড্রেজিং কাজ শুরু করতে নৌ-মন্ত্রীর নির্দেশ
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : মোংলা বন্দরের আউটারবারে ড্রেজিং কাজ দ্রুত শুরু করতে নির্দেশ দিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।
আজ ঢাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সভা কক্ষে মোংলা বন্দর কর্তৃপক্ষের উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
সভায় আরো জানানো হয়, মোংলা বন্দরকে আরো গতিশীল করার লক্ষ্যে জেটি এলাকায় দু’লাখ ঘনমিটার, হিরণ পয়েন্টের নীলকমল খালে ৪০ হাজার ঘনমিটার মাটি খনন করা হয়েছে। এছাড়া শিরোমনিঘাট ও নোয়াপাড়া নদী বন্দরে নদীর নাব্যতা বৃদ্ধির লক্ষ্যে ড্রেজিং কার্যক্রম চলমান রয়েছে। শিরোমনিঘাট ও নোয়াপাড়া নদী বন্দর এলাকায় এ পর্যন্ত ১০ লাখ ঘনমিটার মাটি খনন করা হয়েছে। অবশিষ্ট ১৫ লাখ ঘনমিটার মাটি খনন কাজ চলতি অর্থবছরের মধ্যে শেষ করা হবে।
উল্লেখ্য, মোংলা বন্দর কর্তৃপক্ষ ২০১৭-১৮ অর্থবছরে ৭৮৪টি জাহাজ হ্যান্ডলিং করেছে। ২০১৬-১৭ অর্থবছরে জাহাজ এসেছিল ৬২৩ টি।
সভায় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ, মোংলা বন্দরের চেয়ারম্যান কমডোর এ কে এম ফারুক হাসান উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমএআর/২০৩০/-আসচৌ