বাসস দেশ-১৯ : সিলেটে সাংবাদিক মহিউদ্দীন শীরু’র নবম মৃত্যুবার্ষিকী পালন

160

বাসস দেশ-১৯
শীরু-মৃত্যুবার্ষিকী
সিলেটে সাংবাদিক মহিউদ্দীন শীরু’র নবম মৃত্যুবার্ষিকী পালন
সিলেট, ২৫ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সাবেক প্রতিনিধি, সিলেটের বালাগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ মহিউদ্দীন শীরু‘র নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মহিউদ্দীন শিরু স্মৃতি পরিষদ ও পরিবার এবং কলেজের পক্ষ থেকে আজ পৃথক কর্মসূচির আয়োজন করা হয়।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতি পরিষদ ও পরিবারের যৌথ উদ্যোগে সকালে হযরত শাহজালাল রহ. মাজার প্রাঙ্গনে খতমে কোরআন, বাদ জোহর মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। পরে পরিবারের সদস্যরা করব জিয়ারত করেন এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত স্মরণভার আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অধ্যাপক ফয়জুল ইসলাম, অধ্যাপক আব্দুল জলিল, প্রভাষক আছলম আলী, প্রভাষক সঞ্জিব কান্তি ধর প্রমুখ। দোয়া পরিচালনা করেন ফিরোজাবাগ মাদ্রাসার শিক্ষক ও ডিএন মসজিদের ঈমাম মাওলানা আলী আসগর।
২০০৯ সালের ২৫ সেপ্টেম্বর মহিউদ্দীন শিরু মাত্র ৫৪ বছর বয়সে ইন্তেকাল করেন। তার গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলার জামালপুর গ্রামে। তিনি সিলেট প্রেসক্লাবে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
বাসস/সংবাদদাতা/কেসি/১৯০০/জহ/কেজিএ