বাসস দেশ-১৪ : ৫৮৪ যুব সংগঠনকে এক কোটি ২০ লাখ টাকা অনুদান দেয়া হবে

146

বাসস দেশ-১৪
যুব সংগঠন-অনুদান
৫৮৪ যুব সংগঠনকে এক কোটি ২০ লাখ টাকা অনুদান দেয়া হবে
ঢাকা,২৫সেপ্টেম্বর, ২০১৮(বাসস): চলতি অর্থবছরে যুব কল্যাণ তহবিল থেকে সারা দেশে ৫৮৪টি যুব সংগঠনকে এক কোটি ২০ লাখ টাকার অনুদান দেয়া হবে।
যুব ও ক্রীড়ামন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদারের সভাপতিত্বে যুব কল্যাণ তহবিলের ৪০তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় জানানো হয়,প্রতি জেলায় সর্বোত্তম সংগঠনকে ২৫ হাজার এবং অবশিষ্ট সংগঠনগুলোকে ২০ হাজার টাকা করে দেয়া হবে। সংগঠনগুলোর প্রকল্পভিত্তিক জনকল্যাণে কাজের স্বীকৃতি হিসেবে অনুদানের পরিমাণবৃদ্ধি করা হবে।
সভায় চলতি অর্থ বছরের (২০১৮-১৯) প্রস্তাবিত ১ কোটি ৯৮ লাখ ৫শ’ টাকার বাজেট অনুমোদন দেয়া হয়।
সভায় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ,পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান ড. মিহির কান্তি মজুমদার,যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শহিদুজ্জামান,স্যার উইলিয়াম বেভারেজ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর মেজর জেনারেল (অব:) জীবন কানাই দাসসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাসস/আরআই/১৭৪০/-আসচৌ